Broadcast India News.

Broadcast India News.

9th November, 2025

ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঝাড়খন্ডে ১৮ জন পূর্ণার্থীর মৃত্যু।

ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঝাড়খন্ডে ১৮ জন পূর্ণার্থীর মৃত্যু।

শ্রাবণ মাস শুরু হতে না হতেই এ যেন শুরু হয়েছে মৃত্যু খেলা । কখনো পুজো দিতে গিয়ে পথেই ঘটছে দুর্ঘটনা। আবার কখনো পুজো দিয়ে ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হচ্ছে পূর্ণার্থীরা । এবার ঝাড়খণ্ডের দেওঘরে পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ ফলে মৃত্যু হল ১৮ জন পুণ্যার্থীর। সূত্রের খবর, ওই কেন্দ্রের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানিয়েছেন, এই ভয়াবহ দুর্ঘটনার ফলে ১৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ পুণ্যার্থীদের নিয়ে একটি বাস দেওঘরের বৈদ্যনাথধামের দিকে যাচ্ছিল। দেওঘর-বাসুকিনাথ সড়কের উপর জামুনিয়া চকের কাছে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে হঠাৎই ধাক্কা লাগে পূর্ণার্থিতে ভরা ওই বাসটির ।

এই ঘটনার খবর জানার পরেই সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী ঘটনা স্থলে পৌঁছায় ।দুর্ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয় ।আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তারা মারা যায় ।

সূত্রের খবর ,৩২ টি আসনবিশিষ্ট ওই বাসে কেবল পুণ্যার্থীরাই ছিলেন । দেওঘরের মোহনপুর থানা এলাকার জামুনিয়া জঙ্গলের কাছে ওই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে আহত পূর্ণার্থীরা । তবে কী কারণে দুর্ঘটনা, এখনো তা জানা যায়নি। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে