দ্বিতীয়বার কেঁপে উঠল আলাস্কা! হতে পারে সুনামি !
- By Broacastindia
- 21st July, 2025 06:42 PM
আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য।যা ১৯৫৯ খ্রীস্টাব্দের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৯তম অঙ্গরাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়। আলাস্কা শব্দটি আলিউট আলিয়েস্কা ভাষা হতে নেওয়া হয়েছিল ।, যার অর্থ বিশাল বা মহান দেশ বা ভূখণ্ড। এবার সেই আলাস্কাতেই হয়ে গেল পরপর দুবার ভয়ানক ভূমিকম্প ।

প্রথম ভূমিকম্পটি হয় গত ১৭ ই জুলাই ।রিখটার স্কেলে তার তাপমাত্রা ছিল ৭.৩ ।এই ভয়ানক ভূমিকম্পটির উত্স ছিল ৩৬ কিলোমিটার গভীরে।আবার আজ সোমবার সকালে ৬.২ মাত্রায় কম্পন অনুভূত হয় সেখানে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দুবার কেঁপে উঠল আলাস্কা।

উল্লেখ্য সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে যে ,আজ সোমবার ভূমিকম্পটি ৪৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আলাস্কার স্যান্ড পয়েন্ট শহর থেকে ৮১ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে। এই ভূমিকম্পের গভীরতা এতই ছিল যে পরবর্তী কম্পনের সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে এই ভূমিকম্প ।উল্লেখ্য ,এই উপদ্বীপটি প্রশান্ত মহাসাগরের 'রিং অফ ফায়ার' অঞ্চলের অংশ হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প লক্ষ্য করা যায় । তবে ১৭ জুলাই এর ভূমিকম্পে সুনামি সর্তকতা জারি করা হলোও এই ভূমিকম্পে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানা গেছে সূত্রের তরফ থেকে ।
