Broadcast India News.

Broadcast India News.

9th November, 2025

দীঘার জগন্নাথ মন্দিরে চলছে প্রতারণা চক্র।

দীঘার জগন্নাথ মন্দিরে চলছে প্রতারণা চক্র।

পুরীর ধাঁচে দিঘাতেও তৈরি করা হয়েছে জগন্নাথ দেবের মন্দির । যা নিয়ে শাসক বিরোধী দলের মধ্যে চলছিল নানান জটিলতা ।তবে সমস্ত জটিলতা কাটিয়ে যখন দীঘার মন্দির প্রাঙ্গণে উপচে পড়ছে ভক্তদের ভিড় সেই সময় সামনে এলো দীঘার জগন্নাথ মন্দিরে হাওয়া ভয়ংকর প্রতারণা চক্রের ঘটনা।

দীঘার জগন্নাথ মন্দিরে সিকিউরিটি গার্ডের চাকরি পাইয়ে দেওয়ার নামে চলছে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার কাজ । ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ দুই প্রতারককে গ্রেফতার করেছে ।

সূত্রের খবর ওই দুই প্রতারকের নাম হল স্নেহাশিষ কুমার ও সুরজিৎ বেরা। ধৃত স্নেহাশিষ কুমার এগরা থানা এলাকার বাসিন্দা। ধৃত সুরজিৎ বেরা রামনগর থানার বড়রংকুয়া গ্রামের বাসিন্দা। ওই দুই অভিযুক্ত কিছুদিন ধরেই নিরাপত্তা রক্ষীর কাজ পাইয়ে দেওয়ার নাম করে বিপুল পরিমাণে অর্থ আদায় করছিল চাকরিপ্রার্থীদের কাছ থেকে । অভিযোগ জমা পরার পরেই পুলিশ তদন্ত নেমে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

ধৃতদের কাঁথি আদালতে পেশ করা হলে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে তাদের পুলিশি হেফাজতে দেওয়ার । পুলিশ তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে এই প্রতারণার ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না ।