Broadcast India News.

Broadcast India News.

9th November, 2025

মেট্রোতে অবাক করার ঘটনা ঘটালো রহস্যময় যাত্রী

মেট্রোতে অবাক করার ঘটনা ঘটালো রহস্যময় যাত্রী

কলকাতা শহরের লাইফ লাইন মেট্রো। নিত্যদিন হাজার হাজার মানুষ নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যাতায়াত করেন মেট্রো দিয়ে । আর এই মেট্রোতেই এবার ঘটে গেল অবাক করার মতন ঘটনা। যা নিয়ে ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষ ও অসাধারণ মানুষের মধ্যে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

মেট্রোরেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অন্যান্য দিনের মতো গতকাল বুধবার মেট্রোতে উঠেছিল অনেক যাত্রী । হঠাৎই এক যাত্রী চলন্ত মেট্রোয় সিট ছেড়ে উঠে দাঁড়ায়। এরপর এগিয়ে যান বন্ধ দরজার দিকে। একাধিক দরজায় কালো স্প্রে দিয়ে ক্রশ চিহ্ন এঁকে দেন তিনি। কিন্তু কেন ? এরপরই সাধারণ মানুষ এবং মেট্রোরেলের সুরক্ষার কথা ভেবে অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে কেন এমন করলেন ওই যাত্রী ? তা খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ নিজেরাই ।

উল্লেখ্য ,ইস্ট-ওয়েস্ট মেট্রোতে মেট্রো চলে শিয়ালদহ থেকে সেক্টর ৫ পর্যন্ত ।জোকা থেকে বিবাদি বাগ রুটে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলে । ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে পরিষেবা শুরু হয়ে গিয়েছে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর রুটের ও নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত।