মেট্রোতে অবাক করার ঘটনা ঘটালো রহস্যময় যাত্রী
- By Broacastindia
- 24th July, 2025 04:15 PM
কলকাতা শহরের লাইফ লাইন মেট্রো। নিত্যদিন হাজার হাজার মানুষ নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যাতায়াত করেন মেট্রো দিয়ে । আর এই মেট্রোতেই এবার ঘটে গেল অবাক করার মতন ঘটনা। যা নিয়ে ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষ ও অসাধারণ মানুষের মধ্যে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

মেট্রোরেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অন্যান্য দিনের মতো গতকাল বুধবার মেট্রোতে উঠেছিল অনেক যাত্রী । হঠাৎই এক যাত্রী চলন্ত মেট্রোয় সিট ছেড়ে উঠে দাঁড়ায়। এরপর এগিয়ে যান বন্ধ দরজার দিকে। একাধিক দরজায় কালো স্প্রে দিয়ে ক্রশ চিহ্ন এঁকে দেন তিনি। কিন্তু কেন ? এরপরই সাধারণ মানুষ এবং মেট্রোরেলের সুরক্ষার কথা ভেবে অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে কেন এমন করলেন ওই যাত্রী ? তা খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ নিজেরাই ।
উল্লেখ্য ,ইস্ট-ওয়েস্ট মেট্রোতে মেট্রো চলে শিয়ালদহ থেকে সেক্টর ৫ পর্যন্ত ।জোকা থেকে বিবাদি বাগ রুটে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলে । ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে পরিষেবা শুরু হয়ে গিয়েছে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর রুটের ও নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত।
