অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীদের পাল্টা নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- By Broacastindia
- 30th July, 2025 12:24 PM
সংসদের এখন বাদল অধিবেশন চলছে। অধিবেশনের প্রথম দিনেই পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের আলোচনা নিয়ে বিরোধীদের পাল্টা নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, ''তৃতীয় কোনও দেশ ভারতকে যুদ্ধ থামাতে বলেনি। ৯ মে রাতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেন।কয়েক ঘণ্টা ধরে চেষ্টা করেন। আমার সেনার সঙ্গে বৈঠক চলছিল। ফোন তুলতে পারিনি। পরে আমি ফোন করি। তখন ভাইস প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান বড় হামলা করতে চলেছে। আমার জবাব ছিল, যদি ওদের এই ইচ্ছা থাকে, তা হলে ভুগতে হবে। পাকিস্তান হামলা করলে, আরও বড় হামলা করে জবাব দেব। এই জবাব দিয়েছিলাম। আমরা গুলির জবাব গুলি দিয়ে দেব"।

মোদী বলেন, ''জাতীয় নিরাপত্তা নিয়ে কংগ্রেসের কোনও দৃষ্টিভঙ্গিই ছিল না। জাতীয় নিরাপত্তা নিয়ে ওরা কেবল সমঝোতা করে গিয়েছে। প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা নষ্ট করা হয়েছে। ওই নীতিতে চললে সিঁদুর অভিযানের কথা চিন্তাও করতে পারতাম না। ভারতীয় সেনার সশক্তিকরণের প্রমাণ এই অভিযান। কংগ্রেসের সময়ে সেনাকে আত্মনির্ভর করার ভাবনাচিন্তা ছিল না। প্রতিরক্ষা খাতে ২৫০ শতাংশ বৃদ্ধি হয়েছে বরাদ্দ। প্রতিরক্ষা রফতানি হয় ১০০ দেশে। সিঁদুর অভিযানের পরে প্রতিরক্ষার বাজারে ভারতে তৈরি অস্ত্রের চাহিদা বৃদ্ধি পাচ্ছে"।
