দিল্লির অত্যাচারের শিকার সাজনুর পারভিন কে নিয়ে সাংবাদিক বৈঠক তৃণমূলের
- By Broacastindia
- 30th July, 2025 05:47 PM
দিল্লিতে অত্যাচারের শিকার হয়েছিলেন তিনি। বাদ যায়নি তার পুত্র সন্তানও । সেই অত্যাচারের প্রতিবাদ করে একটি ভিডিও পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিও প্রকাশ হওয়ার পরই অভিযোগ নস্যাৎ করে দেয় দিল্লি পুলিশ। এবার দিল্লী পুলিশের অভিযোগ মিথ্যে প্রমাণ করতে বুধবার মালদহের বাসিন্দা ওই মহিলাকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও মেয়র ফিরহাদ হাকিম।

সূত্রের খবর ,পরিবার সহ বেশ কয়েক বছর ধরে দিল্লিতে আছেন সাজনুর পারভিন।। বাংলায় কথা বলার জন্য তাদের একটি জায়গায় তুলে নিয়ে গিয়ে তাঁদের উপর অত্যাচার শুরু হয়েছিল। সাজনুর বলেন, “প্রথমদিন চারজন এসেছিল। বলা হল, পুলিশের লোক। আধার কার্ড দেখাতে হবে। স্বামীর খোঁজ করা হয়। আপনারা বাংলাদেশি। পালানোর চেষ্টা করবেন না। পরেরদিন আবার ৪ জন আসে। তার মধ্যে দুজন মহিলা ছিলেন। সঙ্গে যেতে বলা হয়।”
ওই মহিলা আরো বলেন, “ আমাকে ২টো থাপ্পড় মারল। তারপর বলল জয় শ্রীরাম বল। আমি বললাম আমি মুসলমান। কীভাবে জয় শ্রীরাম বলব? তখন আমার পেটে লাথি মেরেছিল। ছেলেকে কেড়ে নেওয়ার চেষ্টাও করে। ফেলে দিয়েছিল ছেলেকে। কানে এমন মেরেছিল যে কান থেকে রক্ত পড়ছিল। বলা হয়, ২৫ হাজার টাকা দিলে ছেড়ে দেওয়া হবে। স্বামীকে জানানোর পর শাশুড়ি টাকা নিয়ে পৌঁছয়। এরপর আমাদের ছেড়ে দেওয়া হয়।”

সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে দেখা যায়, একটি শিশু ও এক মহিলার উপর অত্যাচার করছে দিল্লী পুলিশ । সেই ভিডিওর প্রতিবাদ করে বিজেপির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, “পরিত্রাণ পেল না শিশুও। দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?”
এরপরই মুখ্যমন্ত্রীর সেই অভিযোগকে খারিজ করে দেন পূর্ব দিল্লি পুলিশের ডিসিপি অভিষেক ধানিয়া। তিনি বলেন, “ভিডিয়োর ভিত্তিতে তদন্তে নামে দিল্লি পুলিশ। নানা প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সেই ভিডিও একাধিক প্রমাণ সংগ্রহ করেছে তদন্তকারী দল ।পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা যায় মালদহের এক নেতার নির্দেশে ওই ভিডিয়ো বানানো হয়েছিল। এই ভিডিয়ো সম্পূর্ণ ভাবে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন পুলিশ আধিকারিক।”
দিল্লী পুলিশের সেই দাবির প্রতিবাদেই এবার সাজনুরকে সামনে এনে কার্যত তারই জবাব দিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও মেয়র ফিরহাদ হাকিম।সূত্রের তরফ থেকে এও জানা গেছে , কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন দিল্লী পুলিশের অত্যাচারের শিকার হওয়া সাজনুর পারভিন।।
