Broadcast India.

Broadcast India.

12th July, 2025

ওড়িশায় আটকে পরিযায়ী শ্রমিক ,রাজ্যকে পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় আটকে পরিযায়ী শ্রমিক ,রাজ্যকে পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

ফের বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও আটকের অভিযোগ সামনে এলো । ঘটনাস্থল এবার বিজেপি শাসিত রাজ্য ওড়িশা। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। আজ বৃহস্পতিবার সেই মামলার শুনানি হওয়ার ফলে রাজ্যকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিচারপতি চক্রবর্তী। তিনি জানান ,রাজ্য সরকারকে অবিলম্বে সচিব পদ মর্যাদার এক অফিসারকে নিয়োগ করতে হবে ওডিশা সরকারের সঙ্গে সমস্ত রকম কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ।আগামী সোমবার ফের এই মামলার শুনানি। সোমবারের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ থেকে ওডিশার একটি শিল্পাঞ্চলে কাজ করতে গিয়েছিলেন বাংলার দুই শ্রমিক। ওই দুই শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করে স্থানীয় পুলিশ হেনস্থা করে। এই ঘটনার খবর জানতে পারার পরেই সমালোচনার ঝড় উঠে । রাজ্যসভার সাংসদ এবং পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম বলেন, ''ঘটনাটি শুধু যে লজ্জার তা নয়, তা আইনের পরিপন্থীও। বাংলা ভাষাতে কথা বলায় বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। "