Broadcast India.

Broadcast India.

12th July, 2025

ক্যানসার আক্রান্তদের পাশে যুবরাজ ।পাশে দাঁড়ালো সচিন থেকে লারা সকলেই ..

ক্যানসার আক্রান্তদের পাশে যুবরাজ ।পাশে দাঁড়ালো সচিন থেকে লারা সকলেই ..

বর্তমান সময়ে ক্যান্সার নামক এই মারণ রোগটির থেকে ৮ থেকে ৮০ কেউই রেহাই পাচ্ছে না ।এমনকি এই রোগটির চিকিৎসা করা অনেক সময়ে অনেকের সম্ভাব হয়ে ওঠেনা। তাই সাধারণ মানুষের কথা ভেবে তাদের পাশে দাঁড়ালো যুবরাজ । একসময় তিনিও এই মরণ রোগের কবলে পড়েছিলেন , কিন্তু বর্তমানে তিনি এখন সুস্থ। যুবরাজ সিংহের আয়োজিত তাঁর সংস্থা You We Can Foundation-এর একটি বিশেষ তহবিল সংগ্রহের অনুষ্ঠান আয়োজিত হলো লন্ডনে। যেখানে বিশ্বের বর্তমান থেকে প্রাক্তন তারকা ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন অনেকেই ।এই জমজমাট ডিনার ইভেন্টে কে না ছিল ! ছিলেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, ব্রায়ান লারা এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনের মতো আন্তর্জাতিক মহাতারকারা উপস্থিত ছিলেন যুবরাজের আয়োজিত এই অনুষ্ঠানে। এই ইভেন্টটি এই সংস্থার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত হয়েছিল।  ক্যানসারকে জয় করা যুবরাজ এই ফাউন্ডেশনের মাধ্যমে অনেক অভাবী রোগীদের চিকিৎসা এবং আর্থিক সাহায্য করেছেন। এবং ভবিষ্যতেও আরো সাহায্য করতে চান ।এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই এই ইভেন্ট এর প্রশংসা করার পাশাপাশি মন খুলে সমর্থন জানালেন।