Broadcast India.

Broadcast India.

12th July, 2025

দিল্লিতে গিয়ে বিস্ফোরণ মন্তব্য দিলীপ ঘোষের

দিল্লিতে গিয়ে বিস্ফোরণ মন্তব্য দিলীপ ঘোষের

একুশে জুলাই এর মঞ্চে নতুন চমক দিতে চলেছে দিলীপ ঘোষ ।এমনই মন্তব্য নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে ।তাহলে কি তৃণমূলে যোগ দিতে চলেছেন দিলীপ ঘোষ ? কিন্তু সেই সমস্ত জল্পনাতে জল ঢেলে দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে বুধবার দিল্লি গিয়ে কার্যত বোমা পাঠালেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দিঘায় আমন্ত্রণ জানানোয়, কিছু লোকের অস্বস্তি হচ্ছিল। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিল তিনি দল ছাড়ছেন। কিন্তু বুধবার দিল্লিতে বিজেপি-র সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশের সঙ্গে সাক্ষাৎ করার পরে  সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একের পর এক বোমা ফাটাতে শুরু করেন তিনি । দিলীপ বলেন, "মান-অভিমান চলতে পারে না দলে। এক বছর হল দল কোনও দায়িত্ব দেয়নি। '২৪ পর্যন্ত তো আমি কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলাম! তার পর নির্বাচন হল। আবার বাংলায় নির্বাচন আসছে। দল মনে করলে যা দায়িত্ব দেবে, করব।" দিলীপ আরো বলছেন, " শমীক দা সবাইকে নিয়ে কাজ করতে বলেছেন। উনি রাজ্য সভাপতি। উনি যেটা ঠিক করবেন, সবাই সেটা মেনে চলতে বাধ্য । ওঁর কথায় অনেক উৎসাহিত হয়েছি আমি । পুরনো কর্মীরা আবার মনে জোর পাচ্ছেন।পাশাপাশি তিনি এও বলেছেন, আগের অনেক ঘটনা রয়েছে। দলের মিটিংয়ে আমাকে চেয়ারই দেওয়া হতো না। আমি তো তবুও কাজ করে গিয়েছি। দল ছেড়ে চলে যাইনি ।যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ কখনও দল ছাড়বে বলেনি। দলে ছিল, আছে ভবিষ্যতেও থাকবে। যে পার্টি দাঁড় করিয়েছে, সে দল ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে লড়ে যাবে। " কিন্তু এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ২১ জুলাই যে চমক এর কথা বলা হয়েছিল তার কি হবে ? তাহলে কি এর পেছনে আরো কোন রহস্য আছে ? দিলীপ জানিয়েছেন, কিছু করার চেষ্টা চলছে সময় এলেই সমস্ত কিছু সবার সামনে পরিষ্কার হবে।