নতুন রূপে সাজতে চলেছে ‘হাওড়া ব্রিজ’
- By Broadcast India
- 10th July, 2025 09:22 PM

হাওড়া ব্রিজ ! এই নামটার সঙ্গে আমরা সকলেই পরিচিত । নানান ধরনের ইতিহাস জড়িয়ে আছে এই ব্রিজের সঙ্গে ।আজও এই ব্রিজের সৌন্দর্য দেখতে দেশ -বিদেশ থেকে ছুটে আসে অনেক মানুষ । এবার এই ব্রিজের সৌন্দর্য আরো বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে । হাওড়া ব্রিজে চালু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। এই কাজটির নাম ‘ডায়নামিক আর্কিটেকচারাল ইলুমিনেশন অফ রবীন্দ্র সেতু’।
বহুকাল ধরে হুগলি নদীর উপর কলকাতা এবং হাওড়াকে জুড়ে রেখেছে এই সেতু। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লক্ষ লক্ষ গাড়ি যাতায়াত করে এই সেতুর উপর দিয়ে । এবার এই ব্রিজের রাতের সৌন্দর্য আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কলকাতা বন্দর বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট ।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্টের ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি জানিয়েছেন, "এখন যেমন সুন্দর লাগে হাওড়া ব্রিজকে, তার চেয়ে ১০ গুণ সুন্দর দেখতে লাগবে। আইফেল টাওয়ার এবং জ্যাকেস কার্টিয়ার ব্রিজের মতো সাজিয়ে তোলা হবে। ৮-৯ মাসের মধ্যে কাজ শেষ হবে। পরিকল্পনা নেওয়া হয়েছে বিশেষ ৫০ দিনে স্পেশ্যাল ব্যবস্থা থাকবে। আবার প্রতিদিন আলো বদলের ব্যবস্থা থাকবে। আর সবাই এই লাইট অ্যান্ড সাউন্ড শো উপভোগ করতে পারবেন। "