প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ৩০ দিনের মধ্যে করতে হবে,নির্দেশ রাজ্যের মুখ্য সচিবের ।
- By Broadcast India
- 11th July, 2025 11:56 AM

এখনো স্কুল শিক্ষকদের নিয়ে জটিলতা কাটেনি। প্রতিদিন প্রতিনিয়ত কোটে চলছে শুনানির পর শুনানি। চিন্তায় রাতের ঘুম, খাওয়া-দাওয়া উড়ে গেছে হাজার হাজার শিক্ষক-শিক্ষিকাদের। এই সমস্ত কিছুর মধ্যে এবার সামনে এলো সরকারি চাকরিতে নিয়োগের আগে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি ভেরিফিকেশন নিয়ে দেরি হওয়ার তথ্য ।রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন যে ,৩০ দিনের মধ্যে সেরে ফেলতে হবে
সরকারি চাকরিতে নিয়োগের আগে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি ভেরিফিকেশন প্রক্রিয়া ।উল্লেখ্য ,এই সময়ের মধ্যে যাচাই প্রক্রিয়া শেষ না হলে প্রথমে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে সতর্ক করা হবে। তার পরেও যদি দেরি হয় তাহলে সে ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষা সঠিক সময় না হওয়ার জন্য চাকরিপ্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে দেরি হচ্ছে। এর ফলে চাকরির পরীক্ষায় মনোনীত হওয়ার পরও ভেরিফিকেশন রিপোর্ট নিয়ে হয়রানির শিকার হচ্ছিল প্রার্থীরা।এবার এই সমস্ত প্রার্থীদের কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত দপ্তরকে মুখ্যসচিবের দফতর থেকে এই নির্দেশিকা পাঠিয়ে সতর্ক করে দেয়া হয়েছে, যদি সঠিক সময় না কাজ হয় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।