ফের বিমান দুর্ঘটনা ।মৃত্যুর সংখ্যা অজানা ।
- By Broadcast India
- 10th July, 2025 09:12 PM
Link copied!

এক মাস কাটতে না কাটতেই আবার ভয়াবহ বিমান দুর্ঘটনা !এবার ঘটনাস্থল রাজস্থান ।রাজস্থানের চুরুতে ভেঙে পড়ল ভারতের বিমানবাহিনীর একটি বিমান ।দুপুর দেড়টা নাগাত এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে সূত্রের তরফ থেকে।সূত্রের তরফ থেকে এও জানা গেছে যে ,দুর্ঘটনার পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মানবশরীরে কিছু অংশ ।মৃতদেহটি বিমানের পাইলটের বলেই মনে করা হচ্ছে । তবে বিমান দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় ।খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনা স্থলে পৌছায় । কিভাবে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটলো তার তদন্ত করা হবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তরফ থেকে ।