বাংলা নিয়ে উপহাস ! কটাক্ষের মুখে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
- By Broadcast India
- 10th July, 2025 09:28 PM

বাংলা আমাদের মাতৃভাষা হলেও এমন অনেক বাঙালি আছেন যারা এই মাতৃভাষাকে নিয়ে উপহাস করেন ।এবার বাংলা ভাষাকে উপহাস করার জন্য কটাক্ষের মুখে পড়লেন বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলার গণ্ডি ছাড়িয়ে হিন্দি ছবি ও সিরিজে নিজের জায়গা ক্রমশই মজবুত করছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায় । সম্প্রতি মুম্বইয়ে তাঁর একটি সাংবাদিক বৈঠকে তাঁকে বাংলায় প্রশ্ন করা হলে তিনি উত্তরে ইংরাজিতে বলেন, 'বাংলায় প্রশ্ন করার কী দরকার'? যার পরে সমালোচনার ঝড় উঠে তাকে নিয়ে ।
তাহলে কি তিনি বাঙালি হয়ে বাংলাকে উপহাস করছেন? শুরু হয় তীব্র কটাক্ষ, ট্রোলিং, মিম । কিন্তু আজ বৃহস্পতিবার নিজের নীরবতা ভাঙতে বাধ্য হলেন অভিনেতা ।সমালোচকদের উদ্দেশ্যে তিনি লেখেন ,“কিছুদিন হল আমার একটা কথা, বলা ভাল একটা সেনটেন্স, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটা নিয়েই কিছু বলতে চাই। আমি ৪২ বছর মূলত বাংলায় কাজ করছি। গত কয়েক বছর জাতীয় স্তরে কয়েকটা কাজ করার সুযোগ এসেছে। সেরকমই একটা হিন্দি সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে ১ জুলাই মুম্বইয়ে সাংবাদিক বৈঠক হচ্ছিল। ডায়াসে যাঁরা ছিলেন ছবির পরিচালক, শিল্পী, অন্যান্যরা সবাই প্রথম থেকেই মূলত ইংরেজিতে কথা বলছিলেন। বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত, অত্যন্ত স্নেহের পাত্রী। কিন্তু আমার সেই মুহূর্তে মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকে সঠিক মানে বুঝতে পারবেন না। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না এমন মানুষের সংখ্যাই অনেক বেশি তাই খানিকটা বাধ্য হয়েই আমি ওঁকে বলি, বাংলা ভাষায় কেন প্রশ্ন করছেন? যেহেতু সামাজিকমাধ্যমে একটি সেনটেন্স তুলে দেওয়া হয়েছে হয়ত অনেকে ওই কথার আক্ষরিক অর্থের সূত্রে আঘাত পেয়েছেন। আমার উদ্দেশ্য কোনভাবেই বাংলাকে ছোট করা নয়। বাংলা আমার মাতৃভাষা "।