Broadcast India News.

Broadcast India News.

13th September, 2025

বৈষ্ণো দেবী যাত্রা শুরুর আগেই ভয়াবহ ধস! আহত অনেকে ….

বৈষ্ণো দেবী যাত্রা শুরুর আগেই ভয়াবহ ধস! আহত অনেকে ….

একদিকে একুশে জুলাই নিয়ে কলকাতায় টান টান উত্তেজনা । সভাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি বলেন সে দিকে লক্ষ্য সবার। আর অন্যদিকে এই ২১ শে জুলাই এর দিন ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা । আজ ২১ শে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার । ভারী বৃষ্টিপাতের জেরে বৈষ্ণো দেবীর যাত্রাপথে কাটরায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা । সূত্রের খবর ,সোমবার সকাল ৮টার দিকে বঙ্গঙ্গা এলাকায় ভয়াবহ ধস নামে। যেখান দিয়ে শুরু হয় বৈষ্ণো দেবী মন্দিরে যাত্রা ।

হঠাৎ পাহাড় থেকে বড় বড় পাথর ও মাটি খসে পড়ার ফলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন ।দুর্ঘটনায় অনেক তীর্থযাত্রী ধ্বংসস্তুপের নিচে আটকে পড়েন এবং অনেকেই আহত হন। উল্লেখ্য, যাত্রীদের উদ্ধার করতে পথে নামে পিট্টু বাহক, পালকি পরিষেবা, শ্রাইন বোর্ডের কর্মচারী এবং স্থানীয় পুলিশের সদস্যরা ।

দুর্ঘটনা স্থলটি বৈষ্ণো দেবীর দর্শনে যাওয়া সবচেয়ে পুরনো ও ব্যস্ত পথগুলোর মধ্যে একটি পথ, যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী হেঁটে বৈষ্ণো দেবী মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। ধসের পরেই ওই পথটি বন্ধ রাখা হয়েছে। ইতোমধ্যেই ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া চারজন তীর্থযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে।