নিগ্রহের শিকার ১২ জন স্কুল ছাত্রী! অভিযুক্ত শিক্ষক সহ আরো এক।
- By Broadcast India
- 18th July, 2025 02:56 PM

প্রতিদিন কোন না কোন ছাত্রী সে স্কুল ছাত্রী হোক বা কলেজ ছাত্রী বা ডাক্তার বড়ুয়া বা উকিল নিগ্রহের শিকার হচ্ছে। আজ থেকে এক বছর আগে আরজি করের ঘটনার রেশ কাটতে না কাটতেই, শিক্ষকের লালসার শিকার হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে ওড়িশার কলেজের এক ছাত্রী। এই ঘটনার জেরে সারা দেশ যখন উত্তপ্ত হয়ে উঠেছে ,ঠিক তখনই ১২ জন ছাত্রীকে চরম নিগ্রহের অভিযোগ উঠল শিক্ষক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাটের বেসরকারি একটি স্কুলে। সূত্রের খবর,ওই স্কুলের পরিচালন কমিটির সঙ্গে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল ওই শিক্ষক কে আলম ও তাঁর স্ত্রী মাসুমা আলমের। যার ফলে আজ স্কুলের ছাত্রীরা তার ক্লাস করতে রাজি হননি। ছাত্রীরা ক্লাস করতে না চাওয়ায় ছাত্রীদের সঙ্গে ওই শিক্ষকের বচসা শুরু হয়ে যায়। তখন ওই শিক্ষক ও তাঁর স্ত্রী ছাত্রীদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে কমপক্ষে ১২ জন ছাত্রী। বর্তমানে ওই ১২জন ছাত্রী রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষক ও তাঁর স্ত্রীকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে।