Broadcast India.

Broadcast India.

12th July, 2025

২১ শে জুলাই এর সমর্থনে তৃণমূল শিক্ষক সংগঠনের পথসভা রঘুনাথগন্জ.

২১ শে জুলাই এর সমর্থনে তৃণমূল শিক্ষক সংগঠনের পথসভা রঘুনাথগন্জ.

নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুর : - ২১ শে জুলাই ২০২৫ ধর্মতলা চল কে সামনে রেখে পঃবঃ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি আসরাফ রাজবীর নেতৃত্বে রঘুনাথগন্জ বাসস্ট্যান্ডে প্রায় ২৫০ শিক্ষক কে নিয়ে পথসভা অনুষ্ঠিত হল ২১ জুলাই এর সমর্থনে ।   আজকের এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক রা উপস্থিত হয়েছিলেন । ভীড় ছিল চোখে পড়ার মত । এই সভায় উপস্থিত ছিলেন পঃবঃ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক সন্জয় মুখার্জি, বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি সুদীপ সিংহ রায়, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি রফিকুল ইসলাম ,মফিজুল ইসলাম,গোলাম কাদের, মানস বৈদ্য, শ‍্যামল মল্লিক ,তাপস দাস ,আনারুল সেখ , মনোজ সরকার ,গালিব হোসেন , মোতিনা বেগম ,সইকুল ইসলাম , নয়ন মিশ্র , বিকাশ সিংহ সহ সংগঠনের জেলা ও ব্লক নেতৃত্ব । এই সভায় বক্তারা কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক বিদ্বেষ ও বিভাজন রাজনীতির বিরুদ্ধে, মানুষের প্রতি বন্চনা ও হয়রানির বিরুদ্ধে গর্জে ওঠেন । সংগঠনের মাধ‍্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি আসরাফ রাজবী বলেন- ২১ জুলাই কে সামনে রেখে প্রস্তুতি সভা গুলোতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলে দিচ্ছে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব‍্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতায় আসবে । বাংলার মানুষ বিজেপি কে প্রত্যাখ্যান করবে ।