Broadcast India.

Broadcast India.

12th July, 2025

৭৭ লাখ টাকা নিয়ে চম্পট ।বুঝতেই পারলেন না বলিউড সুন্দরী আলিয়া ভাট .

৭৭ লাখ টাকা নিয়ে চম্পট ।বুঝতেই পারলেন না বলিউড সুন্দরী আলিয়া ভাট .

যার অভিনয় দেখে সাধারণ মানুষের মাথা ঘুরে যায় । যার হাসিতে পাগল হাজার হাজার মানুষ । সেই বলিউড সুন্দরীর এবার মাথা ঘুরিয়ে দিল একটি সাধারণ মেয়ে । সাধারণ মেয়ে বলতে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রাক্তন সহায়ক বেদিকা প্রকাশ শেঠি। জানা গিয়েছে, ৩২ বছর বয়সী বেদিকা, আলিয়া ভাটের মোট ৭৬.৯ লাখ টাকা নিয়ে পোগার পার। সূত্রের খবর,পুলিশ জানিয়েছে, বেদিকা ২০২২-এর মে মাস থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত ছিল । প্রথমে কেউ কিছু বুঝতে না পারলেও পরে আলিয়ার মা, অভিনেত্রী ও পরিচালক সোনি রাজদান ২০২৪ সালের ২৩ জানুয়ারি সমস্ত ব্যাপারটি জানতে পেরে জুহু থানায় একটি অভিযোগ দায়ের করেন দেবিকার বিরুদ্ধে । এরপরই বিশ্বাসভঙ্গ ও প্রতারণার করার জন্য তার বিরুদ্ধে মামলা রুজু হয় । জানা গেছে , অভিনেত্রীর সই নকল করে তাঁরই অ্যাকাউন্ট থেকেই টাকা তুলে নেওয়া হয়েছিল । তবে যে শুধু আলিয়ার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অভিযোগ আছে তার বিরুদ্ধে তা কিন্তু নয় , তাঁর প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড-এর অ্যাকাউন্ট থেকেও দফায় দফায় কয়েকবার টাকা তোলার অভিযোগে অভিযুক্ত দেবিকা । ইতিমধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।