ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রীর মৃত দেহ…
- By Broadcast India
- 10th July, 2025 09:14 PM

আবার ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রীর মৃতদেহ। অভিনয় জগতে এইভাবে মুহূর্ত যেন একটা জলভাত হয়ে গেছে অভিনেতা-অভিনেত্রীদের কাছে ।এবার পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগর আলির পচাগলা মৃতদেহ উদ্ধার করা হলো তার নিজের করাচির ফ্ল্যাট থেকে । অভিনেত্রীর বয়স ৩২ বছর বলে জানা গিয়েছে। পাক অভিনেত্রী হুমাইরা আসগর আলি রিয়েলিটি শো-তে অংশ নিয়েই যেমন সাধারণ মানুষের মন জয় করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তেমনি বিভিন্ন টেলিভিশন শো-তেও অসাধারণ অভিনয় দেখা গিয়েছে তার ।
সূত্রের খবর , প্রতিবেশীরা জানান, অভিনেত্রীর ফ্ল্যাট থেকে বেশ কিছুদিন ধরেই যেমন তীব্র পচা গন্ধ আসছিল তেমনি তাকে ক'দিন ধরেই দেখা যাচ্ছিল না ফ্ল্যাট থেকে বেরতে। তাই তাদের সন্দেহ হলে তারা পুলিশ -এ খবর দেয়। পুলিশ গিয়ে অভিনেত্রীর দরজায় কড়া নাড়লেও কেউ দরজা না খোলায় শেষ পর্যন্ত পুলিশের সন্দেহ হওয়াতে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকতে হয় তাদের। পুলিশের তরফ থেকে ধারণা করা হচ্ছে, যেভাবে দেহটিতে পচন ধরতে শুরু করে দিয়েছে তাতে প্রায় দুই সপ্তাহ আগেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে । ইতিমধ্যেই অভিনেত্রী মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে।