‘গর্ব’ হল ‘গর্দভতা’—RCB-র বিজয় উৎসবেই প্রাণ হারাল ১১ জন!
- By Broadcast India
- 5th June, 2025 12:58 AM
Link copied!

যেদিন রাজপথে উল্লাস করার কথা, সেদিনই রক্তাক্ত হলো সেই মাটি। RCB-র প্রথম IPL ট্রফি উদ্যাপন করতে গিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ অনুরাগীর। ৩০ হাজারের জায়গায় হাজির হয়েছিল প্রায় ২ লক্ষ! ভিড় সামলাতে ব্যর্থ পুলিশ, অনুমতি ছাড়াই আয়োজন—সোশ্যাল মিডিয়ায় RCB-র উত্তেজক টুইট আরও উসকে দেয় পরিস্থিতি।
কোথায় গেল সুরক্ষা পরিকল্পনা? কারা নেবে দায়? শুধুই কি চোখে জল আর মালা দিয়ে শেষ হবে এই হার?