চলন্ত ট্রেনে গণধর্ষণের শিকার আর এক তরুণী
- By Broadcast India
- 10th July, 2025 09:31 PM

চলন্ত ট্রেনে গণধর্ষণ এর শিকার এক তরুণী। তিনজন মিলে তাকে গণধর্ষণ করে বলে জানা গেছে ওই তরুণীর থেকে। এমনকি নির্যাতনের পর চলন্ত ট্রেন থেকে তাকে বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয় । ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। সূত্রের খবর ,৩৫ বছরের ওই তরুণী স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন ।ওই তরুণী পুলিসকে জানিয়েছেন, পানিপথ স্টেশনে এক ব্যক্তি তাঁকে বলেন যে, তাঁর স্বামী ওই ব্যক্তিকে তাঁর কাছে পাঠিয়েছেন বাড়ি ফিরিয়ে নিয়ে যাবার জন্য। তিনি তাঁর কথা শুনে তার সঙ্গে গেলে একটি মালবালী ট্রেনের ফাঁকা কামরায় ওই ব্যক্তি ও আরও ২ জন তাঁকে ধর্ষণ করে। এরপর সোনিপাতের কাছে রেললাইনের উপর তাঁকে ছুঁড়ে ফেলে দেওয়াতে তাঁর পা কেটে বাদ যায় । নির্যাতিতার কান্না শুনে আশপাশের মানুষজন ছুটে আসে । তাঁকে উদ্ধার করে রেল পুলিসকে খবর দেয়। আরপিএফ এসে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী। এদিকে ২৬ জুন স্ত্রীর নামে মিসিং ডায়েরি করেন তার স্বামী।সেই ডায়েরির ভিত্তিতেই আরপিএফ-র কাছে নির্যাতিতা তরুণীর সম্পর্কে জানতে পারে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় সিট গঠন করে ওই তিনজন অভিযুক্তের তদন্ত শুরু করেছে পুলিশ।