Broadcast India.

Broadcast India.

12th July, 2025

ঋষভ পন্থের চোট নিয়ে চিন্তায় টিম ইন্ডিয়া, কে খেলবে তার পরিবর্তে ?

ঋষভ পন্থের চোট নিয়ে চিন্তায়  টিম ইন্ডিয়া, কে খেলবে তার পরিবর্তে ?

লর্ডসে শুরু হয়ে গিয়েছে ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। এরই মধ্যে বৃহস্পতিবার খেলতে নেমে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন পন্থ। যার ফলে মাঠ ছাড়তে হয় তাঁকে। তার পরিবর্তে উইকেট কিপিং করতে নামতে হয়েছিল ধ্রুব জুড়েলকে। সূত্রের খবর , বৃহস্পতিবার যখন জসপ্রীত বুমরাহ বল করেছিলেন তখন পন্থ বল ধরতে গেলে তাঁর বাঁ হাতের একটা আঙুল ছুঁয়ে বল চলে যায় বাউন্ডারিতে । তাতেই চোট পান ঋষভ । তবে এখনো পর্যন্ত পন্থের চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। বিসিসিআই-এর তরফে বলা হয়েছে, ‘‘ভারতীয় দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ তাঁর বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছেন । আপাতত ওঁর চিকিৎসা চলছে এবং মেডিক্যাল টিম তাঁর চোটের উপর নজর রেখেছে ।ঋষভ পন্থের জায়গায় ম্যাচে উইকেটকিপিং করবেন ধ্রুব জুড়েল।’’