ফের উত্তপ্ত ভাঙড় । গুলি চললো ৫ রাউন্ড
- By Broadcast India
- 11th July, 2025 03:29 PM
Link copied!

কখনো গোলাগুলি কখনো ধর্ষণ বা কখনো অন্য কোন কারণে ,হামেশাই খবরের শীর্ষে থাকে ভাঙড়।এবার সেই ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে লক্ষ্য করে চলো গুলি । সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়ি ফেরার সময়েই ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় । পাঁচ রাউন্ড গুলি করার পর তাঁর মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার কোপানো হয় ওই তৃণমূল নেতাকে । ঘটনার পরেই এলাকায় দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ গেলে স্থানীয় মানুষরা প্রতিবাদ দেখাতে থাকে ।কেন এই গুলি করা হলো এখনো তা জানা যায়নি। তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।