ফের চোট ভারতীয় শিবিরে। চিন্তায় খেলোয়াড়রা ।
- By Broadcast India
- 18th July, 2025 03:17 PM

আবারো চোটের শিকার হল আরো এক খেলোয়াড় । আগেই ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্টে খেলতে নেমে বাঁ হাতে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। এবার চোট পেলেন অর্শদীপ সিংহ । অর্শদীপ সিংহ টেস্ট স্কোয়াডে থাকলেও লাল বলের ফর্ম্য়াটে দেশের জার্সিতে মাঠে নামার এখনো পর্যন্ত সুযোগ হয়ে ওঠেনি তার। কিন্তু এরই মধ্যে হাতে চোট পেয়ে মাঠ থেকে সরে গেলেন বাঁহাতি তরুণ পেসার অর্শদীপ সিংহ ।
এই নিয়ে দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেছেন, ''অর্শদীপ নেটে বোলিং করেছিল। সেই সময় একটি বল ধরার সময় হঠাৎ করেই আঙুলে লাগে তাঁর। কিছুটা ক্ষত তৈরি হয়েছে। এই মুহূর্তে অর্শদীপ বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের তত্বাবধানে রয়েছে। যদি সেলাই করতে হয়, তবে আগামী দিনে সেটাই আমাদের প্রথম লক্ষ্য থাকবে। যত দ্রুত ও সুস্থ হয়ে উঠবে, ততই ভাল।''
উল্লেখ্য ,টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অর্শদীপ দলের অটোমেটিক চয়েস। তবে ওয়ান ডে ফর্ম্য়াটে অভিষেক হলেও এখনও দলে নিজের জায়গা শক্ত করতে পারেননি। নিজের ক্যারিয়ার ঠিক মতন গোছানোর আগেই হাতে চোট পেল অর্শদীপ।