Broadcast India News.

Broadcast India News.

19th September, 2025

জ্বলছে বাংলাদেশ! জারি ২২ ঘণ্টার কার্ফু!

জ্বলছে বাংলাদেশ! জারি  ২২ ঘণ্টার কার্ফু!

বাংলাদেশে সংঘর্ষ যেন থামতেই চাইছে না । প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে বাংলাদেশে । ইতিমধ্যেই বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙা নিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিগর্ভ হয়ে উঠলো বাংলাদেশ । পর পর সংঘর্ষে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪ জনের । আগুন জ্বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং তাঁর মেয়ে শেখ হাসিনার দেশের বাড়ি গোপালগঞ্জে ।

সূত্রের খবর,বুধবার যুব নেতৃত্বাধীন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)এর একটি সমাবেশ চলাকালীন সেই সমাবেশে চড়াও হয় শেখ হাসিনার দল আওয়ামি লিগের সমর্থকেরা । উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । গত কালের সংঘর্ষের পরে আজ সকালে রীতিমতো থমথমে গোপালগঞ্জের পরিস্থিতি । উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলা করতে মোতায়েন করা হয়েছে ২০০ জনেরও বেশি আধা সামরিক বাহিনী । জারি রয়েছে ২২ ঘণ্টার কার্ফু। ওই সংঘর্ষে ২৫ বছর বয়সি দীপ্ত সাহা এবং ১৮ বছর বয়সি রমজান কাজি নামে দুজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে । আহত নয়জন চিকিৎসাধীন।

এ ঘটনায় ইতিমধ্যে ১৪ জনকে আটক করেছে পুলিশ। মুহবম্মদ ইউনূস সরকারের তরফ থেকে এই ঘটনার জন্য আওয়ামি লিগকে দায়ী করেছে। তিনি বলেন, ‘‘তরুণ নাগরিকদের তাদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি উদযাপনের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করতে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন।

’’ উল্লেখ্য ,এর আগে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে ভাঙচুর চালানো হয়। এমনকি ভেঙ্গে ফেলা হয়েছিল ঢাকার মিরপুরে একটি শহিদ স্মৃতি স্তম্ভ ও লালমনিরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতি মঞ্চের একাংশও । তবে যে শুধু ভারত সরকার এর প্রতিবাদে নেমেছে তা নয় ঐতিহ্যবাহী বাড়িটি ভাঙার ফলে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশের অন্দরেই। বাংলাদেশের অনেক বিশিষ্টজনেরাই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ।