Broadcast India News.

Broadcast India News.

13th September, 2025

বাঙালিরা নিরাপদ নয় । ভিনরাজ্যে হেনস্থার প্রসঙ্গ এবার মন্ত্রিসভার বৈঠকে

বাঙালিরা নিরাপদ নয় । ভিনরাজ্যে হেনস্থার প্রসঙ্গ এবার মন্ত্রিসভার বৈঠকে

বাংলা আমাদের মাতৃভাষা হলেও, বাঙালি হিসেবে ভিন্ন রাজ্যে আমরা কতটা নিরাপদ তা কি জানি ?কারণ ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য মানুষদের হতে হচ্ছে হেনস্থা। এবার মন্ত্রিসভার বৈঠকে সেই প্রসঙ্গ উঠে এলো ।

সূত্রের খবর, মন্ত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এবার রুখে দাঁড়ানোর সময় এসে গেছে ।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ এ রাজ্যে দেড় কোটি মানুষ বসবাস করেন, যাঁরা ভিন রাজ্যের। এখানে তাঁরা নিরাপদ। এ রাজ্যের ২২ লক্ষ মানুষ অন‍্যন‍্য রাজ্যে বসবাস করলে, তাঁদের হেনস্থার শিকার কেন হতে হবে। ’’ । উল্লেখ্য , কিছুদিন আগেই বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশী সন্দেহে ওড়িশা সরকার আটক করে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিককে । শুধু আটক করা হয় তা না তাদের উপর চলে পুলিশের অত্যাচার। পশ্চিমবঙ্গ সরকারের তরফে থেকে ইতিমধ্যে তাঁদের ফিরিয়ে নিয়ে আসার জন্য কথা বলা হয় ওড়িশা সরকারের সঙ্গে।