বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙ্গায় রুখে দাঁড়াল কেন্দ্র ।
- By Broadcast India
- 16th July, 2025 04:58 PM

বাংলাদেশে চলছে ওরাজকতাবাদ। ভাঙ্গা হচ্ছে একের পর এক ইতিহাস। ইউনুস সরকারে আসার পরেই প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অশান্তির ঘটনা । এবার সত্যজিৎ রায়ের বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করল বাংলাদেশ সরকার। প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পড়ে এই বিষয়টি নিয়ে সরব হয়েছে ভারত সরকারও। সূত্রের খবর ,বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে,''আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশের ময়মনসিংহে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের ঠাকুরদা এবং বিশিষ্ট সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পৈতৃক বাড়ি ভেঙে ফেলা হচ্ছে ।কিন্তু বাংলার সাংস্কৃতিক নবজাগরণের প্রতীক এই বাড়িটি ঐতিহাসিক ঐতিহ্যের কথা বিবেচনা করে, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। এই ভবন সাহিত্যের জাদুঘর এবং ভারত ও বাংলাদেশের অভিন্ন সংস্কৃতির প্রতীক । তাই এটির প্রয়োজনীয় মেরামতির কাজ করে পুনর্নির্মাণ করা হোক" ।
উল্লেখ্য ,এর আগে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে ভাঙচুর চালানো হয়। এমনকি ভেঙ্গে ফেলা হয়েছিল ঢাকার মিরপুরে একটি শহিদ স্মৃতি স্তম্ভ ও লালমনিরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতি মঞ্চের একাংশও । তবে যে শুধু ভারত সরকার এর প্রতিবাদে নেমেছে তা নয় ঐতিহ্যবাহী বাড়িটি ভাঙার ফলে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশের অন্দরেই। বাংলাদেশের অনেক বিশিষ্টজনেরাই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে । তারা জানিয়েছে এইভাবে বাংলাদেশের ঐতিহ্য প্রতিদিন প্রতিনিয়ত নষ্ট করে ফেলা হচ্ছে । তবে ভারত সরকার করা মন্তব্য করার পাশাপাশি ভবনটিকে বাঁচাতে সবরকম সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছে ইউনুস সরকারকে । এখন দেখার বাংলাদেশের ইউনুস সরকার ভবনটির পুনর প্রতিষ্ঠার পথ বেচ নেয় নাকি অন্য কোন সিদ্ধান্ত নেয়।