বাঙালিদের হেনস্থার প্রতিবাদে পথে নামলেন মুখ্যমন্ত্রী
- By Broadcast India
- 17th July, 2025 02:52 PM

আগামী সোমবার ধর্মতলায় পালন হতে চলেছে একুশে জুলাই এর শহীদ দিবস । রাজ্যেজুড়ে যখন জোর কদমে চলছে শেষ পর্যায়ে প্রস্তুতি , তখন বাঙালিদের হেনস্থার প্রতিবাদে কলকাতায় মিছিলে হাঁটলেন মমতা বন্দ্য়োপাধ্যায় , অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেক তৃণমূল নেতারা । ওড়িশাই হোক বা দিল্লি ,বিজেপিশাসিত রাজ্যগুলিতে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্তা করা হচ্ছে। তারই প্রতিবাদে এবার অভিষেক সঙ্গে পথে নামলেন মুখ্যমন্ত্রী। হাঁটলেন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় ডোরিনা ক্রসিং পর্যন্ত।
একুশে জুলাই এর আগে ওই সভায় বিজেপিকে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ''আমরা কারও সঙ্গে ঝগড়া চাই না। কিন্তু বাঙালিকে যদি ছোট করে দেখেন, তাহলে ভুল করবেন। মনে রাখবেন, এই বাঙালিই কিন্তু দেশ স্বাধীনে বড় ভূমিকা পালন করেছিল"।
মুখ্যমন্ত্রী আরো বলেন , ''আমাদের এখানে যে অবাঙালিরা আছে, তাঁদের উপরে অত্যাচার করতে দেব না। তেমনি বাঙালিদের উপরেও অত্যাচাক করতে দেব না। বাংলা বললেই বাংলাদেশি, রোহিঙ্গা বলে দিচ্ছেন! বাংলাদেশ তো আলাদা দেশ, রোহিঙ্গা তো মায়ানমারে থাকে। আমাদের এখানে কী! পশ্চিমবঙ্গের নাগরিক, আইডি কার্ড আছে। আধার কার্ড আছে, প্যান কার্ড, আছে ভোটার কার্ড । বাইরে এমনি এমনি কাজ করছে না, দক্ষতা আছে। দক্ষতা আছে, তাই ডেকে নিয়ে যাওয়া হয়েছে। কেউ সোনার কাজ করে, কেউ নির্মাণের কাজ করে. কেউ ব্রিজ বানায়"।
তিনি আরো বলেন, ''যে গরিব লোকগুলি কাজ করার জন্য এখান থেকে যায়, তাঁদের অনেক কষ্ট করতে হয়। বাংলায় থাকলে অনেক ভালো থাকতে পারে। তাঁদের দিয়ে কাজ করাবে, আর বাংলা ভাষায় কথা বললেই জেলে নিয়ে চলে যাবে। কেন? কোন অধিকারে? পশ্চিমবঙ্গ ভারতের অংশ নয়! অনেক দেশ আছে, একই ভাষায় কথা বলে। এই নয় যে, তাদের জেলে ভরে দাও"।
কালকের সভায় বিজেপিকে নানা ভাবে করা বার্তা দেওয়ার পাশাপাশি তিনি বুঝিয়ে দিয়েছেন কোনোভাবেই বাঙ্গালীদের হেনস্তা করা যাবে না । তবে এখন দেখার ১৬ ই জুলাই এর সভার পরে একুশে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী আর কি কি চমক বিজেপিকে দিতে চলেছেন ।