চালু হতে চলেছে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’
- By Broacastindia
- 24th July, 2025 05:00 PM

একুশে জুলাই এর মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তার নতুন প্রকল্প 'আমাদের পাড়া আমাদের সমাধান ' এর ব্যাপারে বলেছিলেন। এবার চালু করতে চলেছেন এই প্রকল্প। কিন্তু কী এই প্রকল্প? কারা পাবেন এই প্রকল্পের সুবিধা ?
২০২৬ এ রাজ্যে বিধানসভা ভোট। এই ভোটে কেন্দ্রীয় সরকারকে হারানোর জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন । এবার ২৬ এর ভোটের আগেই পশ্চিমবঙ্গে নতুন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রত্যেক পাড়ায় তথা বুথে বুথে শুরু হচ্ছে ' আমাদের পাড়া আমাদের সমাধান' প্রকল্প ।
সূত্রের খবর, ২৬ শে বিধানসভা ভোটের আগে রাজ্যে থেকে বেকারত্বের সমস্যা কমাতে ও এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
'আমাদের পাড়া আমাদের সমাধান 'প্রকল্প কী?
দুয়ারে সরকার ও দুয়ারে রেশনের মাধ্যমে যেভাবে সাধারণ মানুষের দুয়ারে সরকারি পরিষেবা চালু করেছেন মুখ্যমন্ত্রী, ঠিক তেমনি পাড়ায় পাড়ায় একটি করে সরকারি বুথ তৈরি হবে। যার মাধ্যমে এলাকার বাসিন্দাদের সমস্যার কথা সরাসরি সরকারের কাছে পৌঁছে গিয়ে মিলবে উপযুক্ত সমাধান ।
এই প্রকল্পে এক একটি বুথ পিছু সরকার এর খরচ হবে ১০ লক্ষ টাকা। গোটা রাজ্যের বিভিন্ন এলাকায় এই প্রকল্প চালু করার জন্য মোট ৮ হাজার কোটি টাকা খরচ হবে সরকারের । আগামী ২ অগস্ট থেকে শুরু হবে এই প্রকল্প ।
মুখ্যমন্ত্রী এই প্রকল্পের কথা ঘোষণা করার সময় জানান , “ছোট ছোট পাড়ায় হয়ত যেখানে একটা কলের দরকার, কোনও জায়গায় হয়ত বিদ্যুৎ নেই, একটা পোল বসাতে হবে, হয়ত একটা স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে, সেই ছাদটা করে দিতে হবে, এরকম ধরনের ছোট ছোট কাজের সমাধানের জন্য এই প্রকল্প "।
তিনি আরো বলেন, "যদিও এটা একটা ছোট্ট প্রোগ্রাম। প্রধানমন্ত্রী বার বার বলেছেন আত্মনির্ভর ভারত, কিন্তু কার্যত কিছুই উন্নয়ন হয়নি। আমাদের এই প্রোগ্রাম সারা দেশে প্রথম। এটা এক্সট্রা পোগ্রাম। গ্রামের ছোট ছোট সমস্যা সরকারি অফিসাররা মন দিয়ে শুনবেন।"