কবি সুভাষ মেট্রো স্টেশনে পিলারে ফাটল,অনির্দিষ্টকালের জন্য বন্ধমেট্রো
- By Broacastindia
- 29th July, 2025 06:00 PM
বর্তমান দিনে প্রতিটি মানুষই খুব ব্যস্ত ।সঠিক সময়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য মেট্রো হচ্ছে একমাত্র পথ যা খুব অল্প সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে দেয় যাত্রীদের ।এবার সেই মেট্রোতে দেখা দিল ফাটল যার ফলে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়া হলো মেট্রো ।
কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে বড়সড়ো ফাটল দেখা দেওয়ার ফলে মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ বলে জানা গেছে ।

সূত্রের খবর ,ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে আপ প্ল্যাটফর্মের কিছু স্তম্ভে ফাটল দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে ব্লু লাইনে মেট্রো পরিষেবা শহিদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে উভয় দিকেই চলাচল করবে। কবি সুভাষ স্টেশনে যাত্রী পরিষেবা বন্ধ থাকলেও শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন চলবে।
উল্লেখ্য, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।তবে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে কবে থেকে আবার মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে ।
