বিকশিত বাংলা ! মঞ্চে নানান প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
- By Broadcast India
- 18th July, 2025 10:14 PM

আজ দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভা নিয়ে ছিল একটি উত্তেজনা । মঞ্চে তিনি কি কি ঘোষণা করেন তা নিয়ে ছিল রাজনীতি জগত আর সাধারন মানুষের নানান কৌতূহ । তৃণমূলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখেন তা নিয়েও ছিল বিজেপির মধ্যে একটি উত্তেজনা । সভা মঞ্চে মোদীর মুখে শোনা গেল 'জয় মা কালী', 'জয় মা দুর্গা' ।
২৬ শে ভোটকে নজরে রেখে মঞ্চে মোদী বললেন, ''বিজেপি ক্ষমতা এলেই বাংলা দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ রাজ্য হয়ে উঠবে। এটা আমার বিশ্বাস। কিন্তু তৃণমূল বাংলাকে শিল্পোন্নত হতে দিচ্ছে না। তাই তৃণমূল বাংলা থেকে সরাতে হবে। পশ্চিমবঙ্গকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে, এখানে নতুন বিনিয়োগ আসে। কর্মসংস্থান তৈরি হয়। কিন্তু যত দিন তৃণমূল থাকবে, তত দিন এ সব হবে না ।"
মুর্শিদাবাদ প্রসঙ্গে তিনি বললেন, ''মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটলে পুলিশ পক্ষপাতিত্ব করে। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, তৃণমূলের গুন্ডাগিরির জন্যই এখানে উদ্যোগপতিরা আসেন না। তৃণমূলকে সরাতেই হবে। সিন্ডিকেটরাজ দেখেই পালিয়ে যান বিনিয়োগকারীরা। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা সব রসাতলে যাচ্ছে তৃণমূল জমানায় "।
আরজি কর সম্বন্ধে মোদী বলেন, ''বাংলার হাসপাতালও মেয়েদের জন্য সুরক্ষিত নয়। তখনও দেখা গিয়েছে, কী ভাবে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল। এর পর কলেজেও একটা মেয়ের উপর কী ভাবে অত্যাচারা চালানো হল। সেখানে দেখা গেল তৃণমূলের লোকেরা জড়িত "।
বাংলায় অনুপ্রবেশকারী ইস্যুতে তিনি বলেন, ‘'এখানে তৃণমূল নিজেদের স্বার্থে বাংলার অস্তিত্বকে সঙ্কটের মুখে ফেলেছে । তাই অনুপ্রবেশকারীদের বাংলায় ছাড় দিয়ে রাখা হয়েছে ।তৃণমূল দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে চ্যালেঞ্জ করছে খোলাখুলি অনুপ্রবেশকারীদের হয়ে সওয়াল করছে তৃণমূল । এখানে আমি একটা কথা স্পষ্ট বলে যাচ্ছি । যাঁরা ভারতের নাগরিক নন, অনুপ্রবেশকারী, তাঁদের সঙ্গে সংবিধান মেনেই আইনি পদক্ষেপ করা হবে ।"
এসএসসি দুর্নীতি নিয়ে মোদি বলেন, , ‘'শিক্ষা ক্ষেত্রে যা হচ্ছে, তাও চিন্তার ।শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি এবং অপরাধের জোড়া আক্রমণ করছে তৃণমূল । তৃণমূলের দুর্নীতিতেই শিক্ষকদের এই অবস্থা । হাজার হাজার পরিবার সঙ্কটে পড়েছে। শিক্ষকদের অভাবে স্কুলের লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎও অনিশ্চিত ।"
তিনি বলেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপি সমস্ত দিক দিয়ে উন্নতি করে চলেছে। ত্রিপুরাতে বিজেপি যেমন উন্নয়ন করেছে তেমনি ওড়িশাতেও উন্নয়ন এর কাজ হচ্ছে। বাংলার মানুষ বিজেপিকে একবার ভরসা করুক একবার সুযোগ দিক । বাংলাতে উন্নয়নের বিকাশ হবে। বাংলার মানুষকে বিজেপির উপর 'আস্থা' রাখার অনুরোধ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।