Broadcast India News.

Broadcast India News.

21st September, 2025

পার্টিতে বড় পদের ঘোষণা ! দিল্লির পথে দিলীপ ঘোষ।

পার্টিতে বড় পদের ঘোষণা ! দিল্লির পথে দিলীপ ঘোষ।

বরাবরই তিনি দাপুটে নেতা নামে পরিচিত। বিভিন্ন সময়ে তার মন্তব্যের জেরে, দলের কাছে বকাও শুনেছেন তিনি। কিন্তু নিজের চরিত্রের বদল  তিনি কখনোই করেনি। কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার  পরে , পার্টির কথা  অমান্য করেই অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দীঘায় হাজির হয়েছিলেন নবদম্পতি। দেখা করে অনেকক্ষণ কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ।  আর তারপর থেকেই শুরু হয়েছিল নানান জল্পনা।

 

উনিশে হাফ, একুশে সাফ এই স্লোগানকে হাতিয়ার করে যে দিলীপ ঘোষ একুশের বিধানসভায় প্রচার  সেরে ছিলেন , সেই দিলীপ ঘোষ কে নিয়েই  কানাঘুষা শুরু হয় , যে এবার কি তাহলে  একুশে জুলাইয়ের মঞ্চে নতুন চমক দিতে চলেছেন দিলীপ ঘোষ?  কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এলেও তাঁদের কর্মসূচিতে যেমন ডাকা হয়নি তাকে ,তেমনি শমীক ভট্টাচার্যের বরণ সভায়ও ডাক পাননি তিনি। তারপর থেকেই শুরু হয় নানান জল্পনা ।

 

 

তবে এবার সেই সমস্ত জল্পনার  মুখে একপ্রকার  ঝামা  ঘষে দিয়ে বুঝিয়ে দিলেন,  তিনি BJP তেই আছেন। আর ছাব্বিশে দিতে চলেছেন নতুন চমক 'পোস্টার বয়’ দিলীপ ঘোষ ।

 

এরপরেই মঙ্গলবার  নয়া রাজ্য সভাপতির আমন্ত্রণে সাড়া দিয়ে সল্টলেকের রাজ্যদফতরে পৌঁছে যান দিলীপ ঘোষ । শমীক ও দিলীপ  দুজনের মধ্যে কথাও হয় বেশ অনেকক্ষণ । সেখান থেকে বেরিয়ে দিলীপ বলেন, 'যখন দলে এসেছিলাম তখন শমীকদা আমার সিনিয়র ছিলেন। নতুন-পুরনো সব কর্মীরা মিলেই দলকে এই জায়গায় এনেছে। লড়াই জারি থাকবে। শমীকদার নেতৃত্বেই নবান্নে পরিবর্তন আসবে।'

 

আর এই আলোচনার  পরই দিল্লিতে ডাক পান  বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। আজ সকালে দিল্লি উড়ে যান তিনি । যদিও কেন দিল্লিতে ডাকা হল,  আর কেই বা  তাঁকে  ডেকেছেন, সেই বিষয়ে কিছুই পরিষ্কার করে জানাননি দাবাং নেতা  দিলীপ ঘোষ ।

 

তবে দিল্লি উড়ে যাওয়ার আগে  সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর  দিলেও খোলসা করে কিছু বলতে চাননি তিনি । তিনি জানিয়েছেন ২৬ ই আমাদের কাছে মূল লক্ষ্য । বাকিটা ইতিহাস ! দিল্লি থেকে আসার পরেই জানা যাবে পার্টিতে কি চমক দিতে চলেছেন তিনি? তাহলে কি ফের রাজ্য বিজেপির সংগঠনের গুরুদায়িত্ব পেতে চলেছেন দিলীপ? এই নানান প্রশ্নের উত্তর এখন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে । যার অবসান ঘটবে দিলীপবাবু দিল্লি থেকে  ফিরে আসার পরেই।