রাহুলের বাড়িতে আজ নৈশভোজ! থাকতে পারেন অভিষেকও
- By Broadcast India
- 7th August, 2025 12:18 PM
Link copied!

সামনেই বিধানসভা ভোট তার আগে বিরোধী জোটের সদস্যদের নিজের বাসভবনে নৈশভোজে আমন্ত্রণ জানালেন রাহুল গান্ধী। ওই নৈশভোজে থাকবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
সূত্রে খবর,চলতি বাদল অধিবেশনের আগেই কংগ্রেস নিজে উদ্যোগে বিরোধীদের এক জোট করার লক্ষ্যে নেমেছে । এবার সেই জোটকে আরও মজবুত করতেই ইন্ডিয়া জোটের সদস্যদের নৈশভোজে আমন্ত্রণ জানালেন রাহুল গান্ধী।
আজ রাহুল গান্ধীর বাসভবনে নৈশভোজের বৈঠকের মূল বিষয় হলো আগামী ১১ অগস্ট নির্বাচন কমিশন অভিযানের রূপরেখা নিয়ে আলোচনার পাশাপাশি SIR নিয়ে বিস্তারিত আলোচনা ।
রাহুলের এই নৈশভোজ বৈঠকের অন্যতম আরেক বিষয় হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি? এই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা হতে পারে রাহুল গান্ধীর ডাকা নৈশভোজে।