Broadcast India News.

Broadcast India News.

19th November, 2025

ডিসেম্বরেই কলকাতায় ! দেখা হবে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি ও মহেন্দ্র সিংহ ধোনির

ডিসেম্বরেই কলকাতায় ! দেখা হবে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি ও মহেন্দ্র সিংহ ধোনির

১৩ থেকে ১৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। দেখা করতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে ।কলকাতায় আসছেন লিওনেল মেসি । তারপর কলকাতা থেকে মুম্বাই উড়ে যাবেন মেসি । ওখানে ওয়াংখেরে স্টেডিয়ামে ফুটবল খেলবেন বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বনাম বিশ্বজয়ী আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।তবে চমকের এখানেই শেষ নয়।

সূত্রের খবর এই ম্যাচে উপস্থিত থাকবেন শাহরুখ খান,সালমান খান ,টাইগার শ্রফ, রানবির কাপুর সহ একাধিক বলিউড তারকার পাশাপাশি রোহিত শর্মা সহ একাধিক ক্রিকেটার। দুই দলে ভাগ হয়ে তারা ফুটবল খেলবেন।

এরপর ১৫ তারিখ তিনি উড়ে যাবেন দিল্লি । সেখানে গিয়ে দেখা করবেন প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে । কলকাতায় ইডেন গার্ডেন্সে তাঁকে সংবর্ধনা দেওয়ার কথা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।সূত্রের খবর, একই অনুষ্ঠানে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কলকাতায় ইডেন গার্ডেন্সে ছোটদের নিয়ে মেসি একটি ওয়ার্কশপও করবেন। সেভেন আ সাইড একটি ফুটবল টুর্নামেন্ট হবে যার নাম দেওয়া হয়েছে গোট কাপ। একটি ফুটবল ক্লিনিকের উদ্বোধন হবে সেখানে। মোটামুটি একই শিডিউল থাকবে মুম্বই এবং দিল্লিতে বলে সূত্রের খবর ।

এই নিয়ে দ্বিতীয় বার কলকাতা সফরে মেসি। এর আগে ২০১১ সালের ৩ সেপ্টেম্বর আর্জেন্তিনার ক্যাপ্টেন্স ব্যান্ড হাতে যুবভারতীতে নেমেছিলেন মেসি