ভারতের দাবি ৯, পাকিস্তান বলছে ২৮! অপারেশন সিঁদুরে পিছনের কাহিনি কী বলছে?
- By Broadcast India
- 3rd June, 2025 04:24 PM
Link copied!

২০২৫ সালের মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত জঙ্গি হামলার প্রত্যুত্তরে সীমান্তের ওপারে কার্যকরী পদক্ষেপ নেয়। কিন্তু ভারতের পক্ষ থেকে সীমিত সংখ্যক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করা হলেও, সম্প্রতি ফাঁস হওয়া পাকিস্তানি দস্তাবেজ বলছে, অন্তত ২৮টি অবস্থান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই তথ্য থেকে দুইটি বিষয় স্পষ্ট—প্রথমত, ভারত হয়ত কৌশলগত কারণে সব তথ্য প্রকাশ করেনি; দ্বিতীয়ত, পাকিস্তানের অভ্যন্তরে ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এই অপারেশন দক্ষিণ এশিয়ায় নতুন ধরনের সামরিক কৌশলের দৃষ্টান্ত স্থাপন করল।