Broadcast India.

Broadcast India.

12th July, 2025

কপিল শর্মার ক্যাফেতে খালিস্তানি হামলা

কপিল শর্মার  ক্যাফেতে খালিস্তানি হামলা

এ এক হাড় হিম করে দেওয়ার মতন ঘটনা। কিছুদিন আগেই কাশ্মীরের পেহেল গ্রামে কোন কারন ছাড়াই পর্যটকদের উপর আক্রমণ করেছিল জঙ্গিরা । এবার জঙ্গিদের নিশানায় অভিনেতা, সঞ্চালক কপিল শর্মা। কিন্তু কেন? এই আক্রমণের পিছনে কোন কারন আছে কি? সূত্রের খবর, বুধবার রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা একটি গাড়িতে করে এসে কানাডা শহরে কপিল শর্মার নতুন চালু হওয়া রেস্তোরাঁ ‘ক্যাপস ক্যাফে’-তে এলোপাথাড়ি গুলি চালায়। এই হামলায় কেউ আহত হননি বলেই জানা যাচ্ছে। সূত্রের তরফ থেকে এও জানা গেছে যে , এই হামলার দায় স্বীকার করেছে ,খালিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি। তিনি ভারতের জাতীয় তদন্ত সংস্থা (NIA)-র মোস্ট ওয়ান্টেড জঙ্গি সংগঠন এবং নিষিদ্ধ সংগঠন বাবর খালসা ইন্টারন্যাশনাল (BKI)-এর সঙ্গে যুক্ত বলে জানা যায় । উল্লেখ্য, মনে করা হচ্ছে কপিল শর্মার একটি পুরনো মন্তব্যে লাড্ডি অপমানিত বোধ করার কারণেই এই হামলার ঘটনা ঘটিয়েছে । নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে ?এখনো তা স্পষ্ট নয়।ঘটনা স্থলে পুলিস ও ফরেনসিক দল গিয়ে পুরো ঘটনা ঘিরে তদন্ত শুরু করেছে।