Broadcast India News.

Broadcast India News.

3rd November, 2025

প্রমাণ করুক আমি অযোগ্য’, দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

প্রমাণ করুক আমি অযোগ্য’, দাবি  কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

গত সোমবার হঠাৎই চিফ হুইপ পদে ইস্তফা দেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকাকালীন কল্যাণকে লোকসভায় দলীয় কার্যকলাপের সমস্ত দায়িত্ব দেয়া হলেও সেই দায়িত্ব থেকে হঠাৎই তাকে সরানো হয়েছে। একটি বৈঠকের পর সেই দায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার পরে সংসদের বাইরে দাঁড়িয়ে মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর বুধবার সংসদের বাইরে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি বলেন, “নতুন যিনি চিফ হুইপ হয়েছেন, তাঁর জন্য আমার শুভেচ্ছা রইল। আমার থেকে বেটার পারফরম্যান্স করবেন। আশা করব তাঁরা আমাকে ইনকম্পিটেন্ট (অযোগ্য) প্রমাণ করে দেবেন। পরবর্তীতে যাঁরা আছেন, তাঁরা যদি ভাল করে করেন, তাহলে তো ভালই।”

তিনি আরও বলেন, “জীবনে যা কিছু হয়, তা ভালর জন্য হয়। ভগবান যা করেন তা ভালর জন্য করেন।”

উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন।সেই বৈঠকের পরই কল্যাণকে দায়িত্ব থেকে সরিয়ে কল্যাণ বন্দোপাধ্যায়ের জায়গায় লোকসভার দলীয় কাজকর্মের সমস্ত ভার দেওয়া হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে।