Broadcast India News.

Broadcast India News.

13th September, 2025

হিজাব পড়ায় কুপিয়ে খুন করা হলো নার্সিং পড়ুয়াকে

হিজাব পড়ায় কুপিয়ে খুন করা হলো নার্সিং পড়ুয়াকে

একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান ।বর্তমান দিনে এটি একটি শব্দ ছাড়া আর কিছুই না। কারণ হিন্দু মুসলমান আর ভাই ভাই নয়, শত্রুতে পরিণত হয়েছে। এই শত্রু তার শিকার হতে হল আরো এক তরুণীকে। হিজাব পরে চলাফেরা করাতেই আপত্তি ছিল এক যুবকের ।আর তার ফলেই কুপিয়ে খুন ।২৬ বছরের এক আলজেরিয় নার্সিং পড়ুয়া তরুণীকে হিজাব পড়ার ফলে কুপিয়ে খুন করল প্রতিবেশী এক যুবক । তরুণীর নাম রাহমা আয়াত ।

সূত্রের খবর ,আলজেরিয়ার ওরান থেকে জার্মানির হ্যানোভারে নার্সিং পড়তে এসেছিলেন আয়াত। গত ৪ জুলাই তার প্রতিবেশীরা তার অ্যাপার্টমেন্ট থেকে হঠাৎ চিৎকার শুনতে পেলে পুলিশে খবর দেয়। পুলিস এসে নার্সিং পড়ুয়া ওই তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করে। ওই ঘটনার পর আক্রমণকারী এক জার্মান তরুণকে গ্রেফতার করেছে পুলিশ । তবে কী কারণে ওই তরুণ রাহমাকে খুন করল তা এখনো স্পষ্ট নয় । সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে যে ,রাহমার মা জানিয়েছেন, রাহমা জানিয়েছিল ওই যুবক তাকে তার মুসলিম পরিচয় ও হিজাব পড়া নিয়ে হামেশাই কটুক্তি করত। যার ফলে রাহমা সব সময় ভয়ে আতঙ্কিত থাকত ।