Broadcast India News.

Broadcast India News.

13th September, 2025

নিম্নচাপের জন্য নাজেহাল মানুষ !কবে কাটবে এই দুর্যোগ ।

নিম্নচাপের জন্য নাজেহাল মানুষ !কবে কাটবে এই দুর্যোগ ।

সকাল থেকে আকাশ মুখ গোমরা করে রয়েছে ।কখনো ঝমঝম করে বা কখনো হালকা বৃষ্টি পড়েই চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ।যার ফলে পথে বেরিয়ে নাকাল সাধারণ মানুষ থেকে অফিস যাত্রী ও স্কুল ছাত্রছাত্রীরা ।নদী তীরবর্তী স্থানে বসবাসকারী মানুষের অবস্থা খুবই খারাপ । নিম্নচাপে জেরে নদী ও সমুদ্র উত্তাল থাকার জন্য মৎস্যজীবীদের সমুদ্রযেতে বারণ করা হয়েছে । নিম্নচাপ উত্তর ঝাড়খন্ড ও দক্ষিণ বিহার এ অবস্থান করলেও এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে তার প্রভাব থাকায় নিম্নচাপের জেরে কলকাতা এবং তার লাগোয়া মোট ৫ টি জেলায় আজ ও বৃষ্টি চলবে।

সকাল ৪ টে ৫৫ থেকে ৬ টা ১৫ পর্যন্ত প্রবল বৃষ্টি হয় শহরের বিভিন্ন জায়গায় । নিম্নচাপের প্রভাব এ আজ দুপুর পর্যন্ত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,বাঁকুড়া, পুরুলিয়া প্রভৃতি জেলাগুলিতে । দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । অনবরত বৃষ্টির ফলে অনেক কাঁচা বাড়ি ভেঙে গেছে। উপকূলবর্তী এলাকার কাঁচা বাড়ির বাসিন্দাদের নিরাপদস্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গেছে , বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণও কিছুটা হলেও কমবে।