Broadcast India News.

Broadcast India News.

13th September, 2025

বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না !জানালেন এয়ার ইন্ডিয়ার সিইও

বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না !জানালেন এয়ার ইন্ডিয়ার সিইও

১২ জুন আমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭। বিমানবন্দর থেকে ওড়ার ৩২ সেকেন্ডের মাথায় ভেঙে পড়ে মেঘানিনগরে একটি ডাক্তারি পড়ুয়াদের হস্টেলের উপর। যার ফলে বিমানযাত্রী সহ মাটিতে থাকা ২৬০ জন মানুষ মারা জান । সেই বিমান দুর্ঘটনার পরেই প্রশ্ন উঠেছিল কি কারণে ভেঙে পড়ল বিমানটি ? গত শনিবার ওই বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত এর রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানান দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না ।

সূত্রের খবর ,ক্যাম্পবেল উইলসন বলেন, ‘এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ক্র্যাশের ঘটনায় AAIB-এর প্রাথমিক রিপোর্টে বিমান বা ইঞ্জিনের কোনও যান্ত্রিক ত্রুটি মেলেনি।’ এই ঘোষণার পরেই পাইলটদের সংগঠনের তরফ থেকে এই রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করতে থাকে । কারণ তারা মনে করেছিলেন যে এয়ার ইন্ডিয়া মনে করছে এমন দুর্ঘটনা ঘটেছে পাইলটদের ভুলের জন্যই । যা কোনভাবেই পাইলট সংগঠন এর তরফ থেকে মেনে নেওয়া সম্ভব ছিল না ।তারা এই তদন্তে পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার দাবি জানিয়েছিলেন । তবে AAIB-এর তরফ থেকে বিমান দুর্ঘটনা নিয়ে আর কি কি রিপোর্ট সামনে আসে সেদিকে তাকিয়ে সারা পৃথিবী।