প্রধানমন্ত্রীকে নিয়ে মোহন ভাগবতের মন্তব্যে রাজনীতিতে উঠেছে সমালোচনার ঝড়
- By Broadcast India
- 11th July, 2025 03:34 PM

আগামী ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর তার আগেই প্রধানমন্ত্রীকে নিয়ে করা মোহন ভাগবতের মন্তব্যে সমালোচনার ঝড় উঠলো রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর , বুধবার নাগপুরে সংঘের প্রবীণ নেতা মোরোপান্ত পিংলেকে নিয়ে একটি বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে ভাগবত মন্তব্য করেন , "মোরোপান্ত পিংলে একবার বলেছিলেন, আপনি যদি ৭৫ বছর বয়সে পৌঁছানোর পরে একটি শাল দিয়ে সম্মানিত হন, এর মানে আপনার এখনই থামা উচিত, আপনি বৃদ্ধ, সরে যান এবং অন্যদের আসতে দিন।" এই মন্তব্যের পরে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে । রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্য প্রধানমন্ত্রীকে নিয়ে করা হয়েছে । কারণ, আগামী ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা দেবেন প্রধানমন্ত্রী। আর পার্টিতে তাঁরই তৈরি নিয়ম হল , বিজেপি বা সংঘে ৭৫ পার হলে দায়িত্ব ছেড়ে দিতে হবে। তাহলে কি এবার পালা প্রধানমন্ত্রীর? এই প্রশ্নে সরগরম রাজনীতি জগত । আসরে নেমে বিরোধীদেরও দাবি, মোহন ভাগবতের এই মন্তব্য আসলে নরেন্দ্র মোদিকেই দেওয়া বার্তা।
এই প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, "প্রধানমন্ত্রী মোদি লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর জোশি এবং যশবন্ত সিং-এর মতো নেতাদের ৭৫ বছর বয়সে পৌঁছানোর পরে অবসর নিতে বাধ্য করেছিলেন। দেখা যাক তিনি এখন নিজের ক্ষেত্রে একই নিয়ম প্রয়োগ করেন কিনা" । অন্যদিকে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন, "অনুশীলন ছাড়া প্রচার সর্বদা বিপজ্জনক। নীতিহীন ভাবে মার্গদর্শক মণ্ডলকে ৭৫ বছর বয়সের সীমা প্রয়োগ করে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল, তবে ইঙ্গিতগুলি স্পষ্ট যে বর্তমান শাসন এই নিয়ম থেকে অব্যাহতি পাবে।"
মোহন ভাগবতের মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় উঠলও এখন দেখার প্রধানমন্ত্রী কি ৭৫ বছর বয়সে তার নিজের পথ থেকে সরে দাঁড়াবেন। নাকি তারই তৈরি নিয়ম তিনি নিজে অমান্য করবেন।