Broadcast India News.

Broadcast India News.

21st September, 2025

বৃষ্টিতে তোলপাড় বিভিন্ন জেলা, কবে মুক্তি এই দুর্যোগ থেকে ?

বৃষ্টিতে তোলপাড় বিভিন্ন জেলা,  কবে মুক্তি এই দুর্যোগ থেকে ?

বৃষ্টি মানেই অস্বস্তি ।বৃষ্টি মানেই সমস্ত কাজ পন্ড হওয়া। সক্রিয় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেও পশ্চিমবঙ্গের নিম্নচাপ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকার ফলে শুরু হয়েছে বৃষ্টি। আর যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বিভিন্ন জেলায় দেখা দিয়েছে দুর্যোগ । ইতিমধ্যেই এই দুর্যোগের ফলে ভেঙে গেছে বিভিন্ন জায়গার কাঁচা বাড়ি । রাস্তাঘাটে জমেছে জল ।সঠিক সময় গন্তব্যস্থলে পৌঁছতে পারাটা হয়ে উঠেছে অসম্ভব । নিম্নচাপারের জেরে যেহেতু সমুদ্র উত্তাল আছে তাই মৎস্যজীবীদের আজ বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গেছে, যে যেহেতু এখনও পর্যন্ত নিম্নচাপ পশ্চিমাঞ্চলের জেলার ওপরে অবস্থান করছে তাই আজ বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টি ।

কাল বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।

উত্তরবঙ্গে আজ বুধবার দু এক জায়গায় ভারী বৃষ্টি হওয়ার পাশাপাশি বৃহস্পতি, শুক্র ও শনিবার জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার ও কালিম্পং, দার্জিলিং কোচবিহার জেলাগুলোতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে আবহাওয়া দফতরের তরফ থেকে এও জানা গেছে যে, আজ আর কলকাতায় অতি বৃষ্টির তেমন আশঙ্কা নেই। সক্রিয় মৌসুমী রেখার জেরে আজ সারা দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পেতে চলেছে কলকাতা ।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর ইতিমধ্যে ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরতে শুরু করেছে। আজ দুপুরের মধ্যে রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার পাশাপাশি রাতের মধ্যে ঝাড়খণ্ড পার করে ছত্তীসগড়ে প্রবেশ করে কাল ভোরের মধ্যে ছোট নাগপুর মালভূমি এলাকায় গিয়ে বিলীন হয়ে যাওয়ার পরে আপাতত বৃষ্টির হাত থেকে মুক্তি পেতে পারে দেশবাসী ।