Broadcast India News.

Broadcast India News.

9th October, 2025

যৌন নির্যাতনের বিরুদ্ধে গায়ে আগুন দিয়ে প্রতিবাদ ছাত্রীর।

যৌন নির্যাতনের বিরুদ্ধে গায়ে আগুন দিয়ে প্রতিবাদ ছাত্রীর।

এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল ওড়িশার

এক অধ্যাপক এর বিরুদ্ধে । অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করার পরেও কলেজ কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ না নেওয়ায়'কলেজ ক্যাম্পাসেই সবার সামনে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ফলে মৃত্যু হলো ছাত্রীর । দেহের ৯০ থেকে ৯৫ শতাংশ পুড়ে যায় তাঁর। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষ রক্ষা হল না। ঘটনাটি ঘটেছে ওড়িশায় । বালাসোরের ফকির মোহন স্বায়ত্তশাসিত কলেজে বি.এড প্রোগ্রামে পাঠরত ছিলেন ওই ছাত্রী ।

সূত্রের খবর,গত ১ জুলাই তিনি তাঁর বিভাগীয় প্রধান অধ্যাপক সমীর কুমার সাহুর বিরুদ্ধে যৌন হয়রানির পাশাপাশি হুমকি দেওয়ারও অভিযোগ এনে লিখিত অভিযোগ জানান কলেজ কর্তৃপক্ষের কাছে । ১২ জুলাই, অভিযোগকারিণী এবং আরও বেশ কয়েকজন ছাত্রী কলেজ গেটের বাইরে বিক্ষোভ করার সময় অধ্যক্ষের অফিসের কাছে গিয়ে সবার চোখের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন ওই ছাত্রী ।

তারপরেই  তাঁকে উদ্ধার করে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন ধরে চলে বাঁচা মরার লড়াই। সব চেষ্টা ব্যর্থ করে ১৪ জুলাই রাত ১১:৪৬ নাগাদ চিকিৎসকরা তার মৃত্যুর খবর ঘোষণা করে। অভিযোগকারিণীর বাবা জানান , এই ঘটনার পর থেকেই কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির সদস্যরা এবং অধ্যক্ষ অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দিয়েছিলেন। ''বলা হয়েছিল, আমরা যদি অভিযোগ প্রত্যাহার না করি, তাহলে আমার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। আমাকে গ্রেফতার করা হবে।"