Broadcast India News.

Broadcast India News.

19th September, 2025

পায়ে চোট! ম্যাচ অনিশ্চিত ঋষভ পন্থ এর ।

পায়ে চোট!  ম্যাচ অনিশ্চিত ঋষভ পন্থ এর ।

ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট খেলতে নেমে ফের চোট পেলেন ঋষভ পন্থ। ম্যাচের প্রথম দিন রিভার্স সুইপ মারতে গিয়ে ঘটে এই বিপত্তি । পায়ে চোট লাগার ফলে পা ফুলে গিয়ে হেঁটে মাঠ ছাড়ার ক্ষমতা ছিল না পন্থের। ফলে বাধ্য হয়েই গাড়িতে করে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় তাঁকে।

সূত্রের খবর ,ক্রিস ওক্‌সের ফুল লেংথের বল রিভার্স সুইপ মারতে গিয়ে এমন বিপদের শিকার হন ঋষভ। ব‌্যাটে হালকা ছুঁয়ে বল গিয়ে তাঁর ডান পায়ের লাগে । পন্থ এলবিডব্লিউ না হলেও সেই আঘাতের ফলে তাঁকে মাঠ থেকে বেরিয়ে যেতে হল। যন্ত্রণায় কাদরালে দলের ডাক্তার দৌড়ে আসেন। হাঁটার ক্ষমতা পর্যন্ত ছিল না ঋষভের।

লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। তৃতীয় টেস্টে তিনি উইকেট কিপিং করেননি। বুধবার টস জিতে ভারতীয় দলকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। শুভমান আউট হওয়ার পরে ব্যাট করতে নামেন পন্থ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ৪৮ বলে ৩৭ রানও করেন। একটি ছক্কা এবং দু’টি বাউন্ডারি হাঁকান। কিন্তু কথাতেই আছে কার কখন বিপদ আসে কেউ জানে না । ৬৮ তম ওভারে ওকসের ইয়র্কারে রিভার্স সুইপ মারতে গিয়ে পন্থের পা মচকে যায়। যার ফলে খেলা থেকে তাকে বেরিয়ে যেতে হয়। তবে ঠিক কী হয়েছে পন্থের, তা এখনও জানা যায়নি