Broadcast India News.

Broadcast India News.

13th September, 2025

আদালতের রায় কে চ্যালেঞ্জ জানালেন আরজি কর কাণ্ডের দোষী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়।

আজ থেকে প্রায় এক বছর আগে আরজিকর কাণ্ডে তোলপাড় হয়েছিল সারাদেশ । অপরাধীদের শাস্তির দাবিতে হাজার হাজার মানুষ পথে নেমেছিল। এই কাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিল তারা সবাই গ্রেফতার না হলেও সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কে গ্রেফতার করেছিল পুলিশ। নিম্ন আদালত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল ।এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে বেকসুর খালাস এর দাবি করে হাই কোর্টে মামলা করেছেন সঞ্জয় রায়ের আইনজীবী।

১৭ জুন হাইকোর্টে মামলা দায়ের করেছে। ১৬ জুলাই শুনানি হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে। উল্লেখ্য , অভিশপ্ত ওই রাতের সিসিটিভি ফুটেজে ভোর চারটে তিন মিনিট থেকে ৪.৩৬ মিনিট পর্যন্ত সঞ্জয়কে তিনতলায় দেখা গিয়েছিল । আর তারপর থেকে সমস্ত দোষ তার ওপর গিয়ে ভর্তায় । এই ঘটনার পরেই নির্যাতিতার বাবা-মা শুধু যে সঞ্জয়ের ফাঁসি চেয়েছেন তা নয় ।বরং তারা দাবি করেছেন , এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদের খুঁজে বের করতে সঞ্জয়ের সাহায্য লাগবে।

তাই সমস্ত দোষীরা দোষী সাব্যস্ত হওয়ার আগে সঞ্জয় এর যেন ফাঁসি না হয় ।প্রসঙ্গত, আজ থেকে প্রায় এক বছর আগে ৯ অগাস্ট আরজি করের ওই ডাক্তারের উপর পাশবিক অত্যাচার করা হয়েছিল । যার এখনো পর্যন্ত সুবিচার পায়নি নির্যাতিতা । তাই ২০২৫ এর ৯ আগস্ট আসার আগে ফের নতুন করে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছেন আন্দোলনকারীরা। তাই সু -বিচারের দাবিতে আরজি কর এর ওই চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার ফের প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে এই কর্মসূচি কবে হবে তা এখনো দিন ঠিক করা হয়নি ।