Broadcast India News.

Broadcast India News.

19th September, 2025

ATM লুঠ করতে গিয়ে গণধোলাই এর শিকার তিন দুষ্কৃতি

ATM লুঠ করতে গিয়ে গণধোলাই এর শিকার  তিন  দুষ্কৃতি

সাত সকালে এটিএম লুঠের চেষ্টা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের পাশে ।স্থানীয় মানুষ হাতেনাতে ধরে তিন দুষ্কৃতিকে গণধোলাই দেয় ।

সাত সকালেই বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের ধারে এটিএম লুঠ করার চেষ্টা করে চারজন দুষ্কৃতি। একটি রাষ্ট্রায়ত্ব ব্যঙ্কের এটিএম লুঠ করার চেষ্টা করা হয়।

সূত্রের খবর , সাত সকালে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের উপর মাকুড়গ্রাম বাজারে এসে দাঁড়ায় একটি আর্টিগা গাড়ি। সেই গাড়ি থেকে চার জন নেমে হাজির হয় একটি রাষ্ট্রায়ত্ব ব্যঙ্কের এটিএম-এর সামনে। এটিএম-এর ভেতর ঢুকে শার্টার নামিয়ে দেয়। কিন্তু অনেক সময় পরেও তারা না বেরোলে এবং ভেতর থেকে ভাঙাভাঙির শব্দ আসায় সন্দেহ হয় স্থানীয়দের।

স্থানীয় মানুষরা সন্দেহের বশে এটিএমের শার্টার তুলতেই দেখে, ওই ৪ জন দুষ্কৃতী ভেতরের সিসি ক্যামেরা ঢেকে এটিএম যন্ত্র ভাঙার চেষ্টা করছে । স্থানীয় মানুষরা ওই চারজন দুষ্টিকে ধরে ফেলে ।কিন্তু তাদের মধ্যে একজন পালিয়ে গেলে বাকি তিনজনকে ধরে বেধরক মারধর করে স্থানীয় মানুষ ।

গণধোলাইয়ের পর ওই তিন দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। আহত তিন দুষ্কৃতির চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।বাঁকুড়া সদর থানার পুলিশ দুষ্কৃতিদের গাড়িটি আটক করার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত করে দেখছে ।