গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিজয় দেবরকোন্ডা
- By Broadcast India
- 18th July, 2025 03:25 PM
ছবি মুক্তি পাওয়ার আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণী ছবির একমাত্র জনপ্রিয় নায়ক বিজয় দেবরকোন্ডা। যার অভিনয় মন কেড়েছে সাধারণ মানুষের। সূত্রের খবর,দিন দুয়েক আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ।ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা।।শারীরিকভাবে দুর্বল তিনি ।
চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন অভিনেতা ।জানা গেছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তারকা। উল্লেখ্য, কয়েকদিন ধরেই নিজের ছবি কিংডম’ এর প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেতা। বিপুল বাজেটে তৈরি এই ছবি স্বাধীনতা উত্তর পর্বে সিংহল-তামিল সংঘাতের প্রেক্ষাপটে তৈরি ।

ছবিটিতে শরণার্থীরা যে সমস্ত সংকটের সম্মুখীন হয় সেই সমস্ত কিছুটা দেখানো হবে বলে সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে । ৩০ মে মুক্তি পাওয়ার কথা থাকলো সম্প্রতি ঘটে যাওয়া ভয়ংকর ঘটনা অর্থাৎ এপ্রিল মাসে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ছবি মুক্তি স্থগিত রাখা হয়। তবে আগামী ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি। তার ছবি মুক্তির অপেক্ষায় থাকার পাশাপাশি তার শারীরিক সুস্থতার কামনা করেছে তার অনুরাগীরা ।
