Broadcast India.

Broadcast India.

12th July, 2025

বড়োসড়ো চক্রান্তের শিকার রাজ্যের সাড়ে তিনশোরও বেশি মানুষ

বড়োসড়ো চক্রান্তের শিকার রাজ্যের সাড়ে তিনশোরও বেশি মানুষ

সারা বছর ভোটার কার্ড নিয়ে নানারকম তথ্য আমরা পেয়ে থাকি। কিন্তু ভোট আসার আগে যেন সেই পরিমাণ বহু গুণ বেড়ে যায়। এবার সামনে এলো সাড়ে তিনশোড়ও বেশি জীবিত মানুষকে মৃত বলে ঘোষিত করে দেওয়া ভোটার কার্ডের তালিকা। অথচ সকলেই দিব্যি বেঁচে । আছে আধার কার্ড ও ভোটার কার্ড । ঘটনাটি ঘটেছে বীরভূম জেলায় । সূত্রের খবর, এরা কেউ থাকে সিউড়িতে, কেউ-ই বা আবার রাজনগর, সাহাপুর, ভুরকুনা, আলুন্দা ও ভবানীপুরে।অভিযোগ, কমিশনের ভোটার তালিকায় মৃত হিসেবে চিহ্নিত সংখ্য়ালঘুর সম্প্রদায়ের এই সকল মানুষ । তাদের এখন চিন্তা জীবিত থাকা সত্ত্বেও যেহেতু সরকারের খাতায় তারা মৃত তাহলে কি করে সরকারি পরিষেবা মিলবে? এই ঘটনার খবর জানার পরেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, ''এটা পরিকল্পিত চক্রান্ত। সংখ্যালঘুদের বাদ দিতে বিজেপি নোংরা রাজনীতি করছে''। বিধায়ক জানান, রাজ্য নির্বাচন কমিশন ও বীরভূমের জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে যাতে দ্রুত কোন ব্যবস্থা নেয়া হয়, এবং এই সমস্ত মানুষগুলো যাতে সমস্ত সরকারি সুবিধা আবার পায় সেটা দেখার আশ্বাস দিয়েছেন বিধায়ক।