সত্যজিৎ রায়ের বাড়ি নিয়ে করা মন্তব্য ইউনূস সরকারের
- By Broadcast India
- 18th July, 2025 03:12 PM

বাংলাদেশে অশান্তি থামার কোন নামই নেই। প্রতিদিনই কিছু না কিছু অশান্তি হয়ে চলেছে বাংলাদেশে। কখনো রবীন্দ্রনাথের বাড়ি ভাঙ্গা হচ্ছে তো কখন সত্যজিৎ রায় বা কখনো বঙ্গবন্ধুর বাড়ি। সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। ইউনু সরকারকে করা মন্তব্য করতে ছাড়েনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সত্যজিৎ রায়ের বাড়ি নিয়েই কড়া মন্তব্য করলেন ইউনুস সরকার। ইউনূস সরকারের দাবি, ''ময়মনসিংহ শহরে ওই বাড়িটি সত্য়জিত্ রায় বা তাঁর পূর্ব পুরুষের বাড়ি নয়।দেশের ভারমূর্তি ক্ষুন্ন করতে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে"।
ইউনুস সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে উল্লেখ করে বলা হয়েছে যে ''ময়মনসিংহের একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে দেশে বিদেশে সংবাদ সম্প্রচারিত হচ্ছে। সংবাদটি আমাদের সকলের দৃষ্টিগোচর হয়েছে। যে ভবনটিকে সত্যজিত্ রায়ের বাড়ি বা তাঁর পূর্ব পুরুষের বাড়ি বলে দাবি করা হচ্ছে, আমার ওই জমির রেকর্ড খতিয়ে দেখেছি। সেখানে সত্যজিত্ রায় বা তাঁর পূর্ব পুরুষের নাম নেই। রেকর্ড জমিটি বাংলাদেশ সরকারের নাম লিপিবদ্ধ এবং ২০০৮ সালে এই জমি বাংলাদেশের শিশু মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ শিশু অ্যাকাডেমির নামে করার প্রক্রিয়া শুরু হয়। ২০১০ সালে জমিটি শিশু অ্যাকাডেমিকে দেওয়া হয়"।
উল্লেখ্য , সত্যজিৎ রায়ের বাড়িটি ভাঙার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হতেই ইউনূস সরকারকে বার্তা দেয় কেন্দ্রীয় সরকার। বাংলাদেশের সরকারকে অনুরোধ করা হয় যে, যেন এই ঐতিহাসিক বাড়ি ভাঙা না হয়। প্রয়োজনে সংস্কার ও পুনর্নির্মাণের সমস্ত রকম সাহায্য করবে ভারত।