জাতীয় সড়কের উপর কর্তব্যরত অবস্থায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু ট্রাফিক ওসির
- By Broadcast India
- 11th July, 2025 03:32 PM

মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সাগরদিঘি থানার মোড়গ্রামে ১২ নং জাতীয় সড়কের ওপর একটি লরি হঠাৎই খারাপ হয়ে যায়। যার ফলে রাস্তায় দেখা দেয় যানজট। সেই সময় কর্মরত ছিলেন ট্রাফিক ওসি রাজকুমার কর্মকার । সূত্রের খবর ,রাস্তার যানজট কমানোর কাজ করা কালীন পিছন থেকে একটি ডাম্পার এসে ধাক্কা মারে সামনে থাকা একটি লরিকে। তখনই দুর্ঘটনায় আহত হয়ে লুটিয়ে পড়েন ওই পুলিশ অফিসার। তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়গ্রাম ট্রাফিক মোড়। এই গুরুত্বপূর্ণ মোড়ে একবার যানজট হলে খুব সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এই যানজট নিয়ন্ত্রণে আনতে গিয়েই এমন মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হল ট্রাফিক ওসি রাজকুমার কর্মকার । ইতিমধ্যেই ঘাতক ডাম্পারকে আটক করেছে পুলিশ।ঘটনার পর থেকেই পুরো এলাকা জুড়ে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে ।